Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ফেব্রুয়ারি ২০২০

আরডিএ, বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারী- শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ পালিত


প্রকাশন তারিখ : 2020-02-21

আরডিএ, বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারী- শহিদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ পালিত হয়েছে সকালে সূর্যোদয়ের সাথে সাথে একাডেমীর প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করার মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। দিবসটিকে ঘিরে আরডিএ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পন করেন আরডিএ মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আমিনুল ইসলাম এরপর তাঁর নেতৃত্বে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, আরডিএ ল্যাবঃ স্কুল ও কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রী ও আরডিএতে চলমান প্রশিক্ষণসমূহের অংশগ্রহণাকারীবৃন্দের সমন্বয়ে প্রভাত ফেরির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয় সকলের কালো ব্যাচ পরিধান ও আরডিএ ক্যাম্পাসে প্রভাত ফেরী শেষে একাডেমীর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শুরু হয়

 

একাডেমীর মহাপরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম ও পরিচালকবৃন্দ শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পন করেন, এরপর একে একে পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, অনুষদ পরিষদ, আরডিএ অফিসার্স এ্যাসোসিয়েশন, আরডিএ মহিলা ক্লাব, আরডিএ কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ, সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, সর্বস্তরের কর্মচারীবৃন্দ, স্কাউট দল স্কুল-কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন । এছাড়াও দিবসটিকে কেন্দ্র করে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী হতে পাঠ, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। একাডেমী জামে মসজিদে বাদ জুম-আ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়

 

দিনব্যাপি সকল অনুষ্ঠানে একাডেমীর মহাপরিচালক জনাব মোঃ আমিনুল ইসলামসহ সকল পরিচালক সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন