Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুন ২০১৮

আরডিএ'র বিশেষায়িত সেন্টারস

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন একটি জাতীয় প্রতিষ্ঠান। একাডেমীর মূল দায়িত্ব প্রশিক্ষণ, গবেষণা, প্রায়োগিক গবেষণা ও এডভাইজারি সার্ভিসেস। একাডেমী প্রতিষ্ঠালগ্ন থেকে উল্লিখিত দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। বর্তমানে আরডিএ সুনির্দিষ্ট ভিশন ও মিশনকে সামনে রেখে কর্মকান্ড পরিচালনা করে  যাচ্ছে।  পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া তার জন্মলগ্ন থেকেই পানি ব্যবস্থাপনার উপর প্রায়োগিক গবেষণা পরিচালনা করে আসছে। এই সকল প্রায়োগিক গবেষণার মাধ্যমে দেশের দরিদ্র, নিপীড়িত ও অবহেলিত মানুষের আর্থ-সামাজিক ও জীবন জীবিকা উন্নয়নে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনার উপর নিরন্তর গবেষণা করে বাংলাদেশে পানি সম্পদ উন্নয়নের উপর বিভিন্ন পরিবেশ বান্ধব মডেল উদ্ভাবন করেছে।

 

আরডিএ উদ্ভাবিত মডেলসমূহের অর্জিত সাফল্যসমূহ মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারণ, জনপ্রিয়করণ এবং ধারাবাহিকতা রক্ষা তথা প্রাতিষ্ঠানিক ও টেকসই করার লক্ষ্যে ২০০৩ সালে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র পরিচালনা পর্ষদ (বিওজি) ৩১তম বোর্ড সভায় একাডেমীর প্রশাসনিক নিয়ন্ত্রণে “সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র (সিআইডব্লিউএম)” প্রতিষ্ঠালাভ করে। সিআইডব্লিউএম এর সফলতা বিবেচনায় এ ধারা অব্যহত রাখার স্বার্থে আরডিএ উদ্ভাবিত পল্লী উন্নয়ন বিষয়ক বিভিন্ন মডেল মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারণ, জনপ্রিয়করণ ও প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোরায় সেবা পৌছানোর লক্ষ্যে একাডেমীর ৪০ এবং ৪১তম বোর্ড সভায় সিআইডব্লিউএম এর আদলে আরো ৬টি বিশেষায়িত সেন্টার প্রতিষ্ঠার অনুমোদন লাভ করে।

 

সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র (CIWM)
সীড এন্ড বায়োটেকনোলজি সেন্টার (SBC)
ক্যাটেল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার (CRDC)
রিনিউএ্যাবল এনার্জি  রিসার্চ সেন্টার (RERC)
চর ডেভেলপমেন্ট  রিসার্চ সেন্টার (CDRC)
সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (CCD)
পল্লী পাঠশালা রিসার্চ সেন্টার (PPRC)