Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st August ২০১৬

আরডিএ প্রদর্শনী খামারের যৌথ প্রায়োগিক গবেষণা কার্যক্রম

 

আরডিএ প্রদর্শনী খামার’ এর চলমান কর্মকান্ড, প্রশিক্ষণ ও গবেষণার অত্যাধুনিক সুযোগ সুবিধা এবং বিপুল সংখ্যক দেশী-বিদেশী দর্শনার্থীর পরিদর্শনের কারণে বেশ কিছু প্রতিষ্ঠান একাডেমী প্রদর্শনী খামারে যৌথ প্রায়োগিক গবেষণা পরিচালনায় আগ্রহ প্রকাশ করে এবং ইতোমধ্যে এসিআই লিঃ, লাল তীর সীডস লিঃ, সুপ্রিম  এগ্রো লিঃ, ফসল এগ্রো লি: পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি)’ এর আওতায় আরডিএ প্রদর্শনী খামারে যৌথ কার্যক্রম বাস্তবায়ন করছে। যৌথ গবেষণাসমূহের সংক্ষিপ্ত বিবরণী পর্যায়ক্রমে উপস্থাপন করা হলো:

 

(১) আরডিএ-এসিআই যৌথ প্রায়োগিক গবেষণা

বিভিন্ন ধরনের সবজি, ধান ও ভূট্টা ফসলের হাইব্রীড জাত উদ্ভাবন ও হাইব্রীড বীজ উৎপাদনের লক্ষ্যে আরডিএ এবং এসিআই লিঃ যৌথ উদ্যোগে একাডেমী প্রদর্শনী খামারে একটি হাইব্রীড বীজ গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে। এ কেন্দ্র থেকে ইতোমধ্যে যৌথভাবে বিভিন্ন সবজির ২৭টি হাইব্রীড জাত উদ্ভাবন, তা থেকে হাইব্রীড বীজ উৎপাদন এবং বীজ বাজারজাতকরণ শুরু হয়েছে। এছাড়া ১৪ ধরনের সবজির ২০টি হাইব্রীড জাত উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, দেশের অভ্যান্তরে ভূট্টা ও ধানের হাইব্রীড জাত (F1 generation)  উদ্ভাবনের লক্ষ্যে অসংখ্য প্যারেন্ট লাইনের সমন্বয়ে ক্রসিং ত্বক স্থাপন করা হয়েছে।

 

 

 

২. আরডিএ-সুপ্রিম সীড কোম্পানী লিঃ যৌথ কর্মসূচী

বাণিজ্যিক ভিত্তিতে হাইব্রিড ধান ও ভূট্টার জাত উদ্ভাবন ও বীজ উৎপাদনের লক্ষ্যে সমঝোতা চুক্তির আওতায় আরডিএ প্রদর্শনী খামারে যৌথ প্রায়োগিক গবেষণা পরিচালিত হচ্ছে। বর্তমানে নিজস্ব ৪টি জাত সহ মোট ২০টি জাতের হাইব্রীড ভূট্টার জাত মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১৫-২০১৬ অর্থ বছরে APSA থেকে ১২টি এবং CIMMYT থেকে ৫টি হাইব্রীড জাতের ভূট্টার আমদানী করে সেগুলোকে Evaluation trail দেওয়া হচ্ছে। এছাড়া প্রায় ১৮টি হাইব্রীড জাতের ক্রস কম্বিনেশন (Cross Combination) সম্পাদন করা হয়েছে।

 

 

 

৩. আরডিএ-কামাল মেশিন টুলস যৌথ প্রায়োগিক গবেষণা

কৃষি উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো খামার যান্ত্রিকীকরণ/কৃষকের নিকট সুলভ মূল্যে আধুনিক খামার যন্ত্রপাতি সরবরাহ এবং সম্প্রসারণের লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারসীপ (পিপিপি) এর ধারনায় একাডেমীর প্রদর্শনী খামারে, খামার প্রযুক্তি, সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনা বিভাগের আওতায় কামাল মেশিন টুলস এর সাথে যৌথ প্রায়োগিক গবেষণা কর্মসূচীর আওতায় একটি স্বতন্ত্র এবং স্বয়ং সম্পূর্ণ ওয়ার্কসপ স্থাপন করার উদ্যেগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ওয়ার্কসপ স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে এবং উৎপাদন শুরু হয়েছে।

এই যৌথ গবেষণার সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ নিম্নরূপঃ-

ক)     মান সম্পন্ন কৃষি সংশ্লিষ্ট নতুন নতুন যন্ত্রপাতি উৎপাদন ও উন্নয়নমূলক গবেষণা পরিচালনা;

খ)      সংশ্লিষ্ট ইউনিটের ব্যবহৃত যন্ত্রপাতি নিয়মিত মেরামত ও রক্ষনাবেক্ষণ;

গ)      একাডেমীর সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণার্থীদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি;

ঘ)      উৎপাদিত পন্য যৌথ (RDA and Kamal Machine Tools) Brand-এ বাজারজাতকরণ;

ঙ)      বগুড়া কৃষি যন্ত্রপাতির একটি সম্ভাবনাময় ক্ষেত্র, এ ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত বিভিন্ন ওয়ার্কসপে আরো মানসম্পন্ন কৃষি যন্ত্রপাতি উৎপাদনে প্রযুক্তিগত সেবা প্রদান।

 

উৎপাদিত খুচরা যন্ত্রাংশ ও কৃষি যন্ত্রপাতির তালিকা (শুরু থেকে জুন ২০১৬ পর্যন্ত)

Sl.No.

Name of machine(m/c) and Spare parts

Total Production

Sl.

No.

Name of machine(m/c) and Spare parts

Total Production

1.

Liner C-16

475

8.

Cow-dung crushing m/c

11

2.

Liner C-12

2585

9.

Chopper m/c

10

3.

Liner C-6

50

10.

Grass cutting m/c

1

4.

Liner CD-4

90

11.

Bed former(Single)

16

5.

Open Drum Thresher

333

12.

Bed former(Double)

1

6.

Close Drum Thresher

288

13.

Weedier

2584

7.

Winnower

181

14.

Power tiller spare parts(chain cover, hughs, arm etc)

300

 
 

 

 



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon