আরডিএ, বগুড়া’র মূল দায়িত্বাবলীর মধ্যে এডভাইজারি সার্ভিসেস একটি অন্যতম। এডভাইজারি সার্ভিসেস এর আওতায় সরকারসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ সেবা প্রদান করে যাচ্ছে। একাডেমী জন্মলগ্ন থেকে এডভাইজারি সার্ভিসেস এর আওতায় সরকারসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ সেবা প্রদান করে যাচ্ছে।
চলতি ২০১৬ বছরে আরডিএ, বগুড়া’র সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র (সিআইডব্লিউএম) এর আওতায় পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নধর্মী চলমান পরামর্শ সেবা কার্যক্রম (Advisory Services) :
আরডিএ উদ্ভাবিত স্বল্প ব্যয়ে গভীর নলকূপ খনন
আরডিএ উদ্ভাবিত স্বল্প ব্যয়ে পানি বিশুদ্ধকরণ প্লান্ট
আরডিএ উদ্ভাবিত স্বল্প ব্যয়ে পানি বিশুদ্ধকরণ প্লান্ট
বাংলাদেশে এই প্রথম ওভার হেড ট্যাংক ছাড়াই প্রেশারাইজড পদ্ধতিতে ট্যানারী শিল্প এলাকায় পানি সরবরাহ
বিসিক ট্যানারী, সাভার ঢাকায় স্থাপিত ট্যানারী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (ঘন্টায় ৯৫০ ঘন মিটার)
অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকাস্থ হাজারিবাগে ট্যানারী শিল্প গুলি সাভারের হেমায়েতপুরে একটি বিশেষায়িত সুরক্ষিত এলাকায় স্থানান্তর ও পুনর্বাসন কার্যক্রম বর্তমান সরকারের একটি প্রশংশিত উদ্যোগ। সরকারিভাবে BSCIC এর মাধ্যেমে গড়ে ওঠে এই ট্যানারী শিল্প নগরীর পানি সরবরাহের দায়িত্ব ভার প্রদান করা হয় পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র (CIWM) কে । প্রকল্পটির সাহায্যে নিকটস্থ ধলেশ্বরী নদী ও স্থানীয় ভূগর্ভস্থ পানি উত্তোলন ও পরিশোধনের মাধ্যেমে প্রতিটি ট্যানারী স্টেটে পৃথক দুটি পাইপ লাইনে মিটারের সাহায্যে ট্যানারী এবং Drinking water standard (WHO & বাংলাদেশ) এ ওভারহেড ট্যাংক নির্মাণ ছাড়াই প্রেসারাইজড পদ্ধতিতে নিরবিচ্ছিন্ন নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে।
সকল প্রকল্প কার্যক্রম সুষ্ঠুভাবে সমাপনান্তে গত ২৫ অক্টোবর ২০১৬ হতে পরীক্ষা মুলক ভাবে পানি পরিশোধন ও সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। ঘন্টায় ৯৫০ ঘন মিটার (৮৫০ ঘন মিটার ট্যানারী স্ট্যান্ডার্ড ও ১০০ ঘন মিটার মানসম্মত খাবার পানি) ভূ-গর্ভস্থ/ভূ-উপরিস্থ পানি পরিশোধন ক্ষমতা সম্পন্ন এই পানি পরিশোধন ও সরবরাহ প্লান্টটি আগামী ৯০ দিনের মধ্যে প্রকল্প বিসিক চামড়া শিল্প নগরী কর্তৃপক্ষ বরাবর হস্থান্তর করা হবে। আরডিএ সেচ প্রকৌশলীবৃন্দের প্রচেষ্টায় দেশীয় মালামাল ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে প্রকল্পটি আহবানকৃত টেন্ডার মূল্যের তিন ভাগের এক ভাগ মূল্যে (টাকা ২৪৬২.৮৪ লক্ষ মাত্র) বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।