পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’য় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী ও পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার যৌথ উদ্যোগে নায়েমে অনুষ্ঠানরত বিসিএস (সাধারণ ও কারিগরি শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ১৪৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের “পল্লী উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ শীর্ষক অফিস সংযুক্তি কার্যক্রম’’ ৯ জুলাই ২০১৭ ইং তারিখে শুরু হয়েছে। ০৯-১৩ জুলাই, ২০১৭ মেয়াদে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল আলম, অধ্যক্ষ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. একেএম জাকারিয়া, পরিচালক (প্রশিক্ষণ), পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া। এই প্রশিক্ষণ কোর্সে মোট ৯১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কোর্সটিতে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মো: আব্দুল্লাহ আল মামুন, পরিচালক (কৃষিবিজ্ঞান), পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া ও কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে শেখ সায়েম ফেরদৌস, উপ-পরিচালক, জনাব মো: তানবিরুল ইসলাম ও মো: আব্দুল কাদের, সহকারী পরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া। অংশগ্রহণকারীদের তালিকা