দেশের আর্থ-সমাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেচ ও পানি সম্পদ উন্নয়নের কোন বিকল্প নেই। পানি সম্পদের অপচয় রোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাহায্য নির্ভর উন্নয়ন প্রকল্প থেকে ক্রমান্বয়ে সরে এসে নিজস্ব অর্থ, প্রযুক্তি ও সম্পদ ব্যবহারের মাধ্যমে দেশের দারিদ্র বিমোচন করতে হলে বাস্তবায়নাধীন প্রকল্পগুলিকে প্রোগামেটিক এ্যাপোচে নিতে হবে। সে লক্ষ্যে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রায়োজন। তা না হলে প্রকল্প কর্মকান্ড চলমান রাখা সম্ভব নয়। বেশীর ভাগ ক্ষেত্রে প্রকল্পের মেয়াদ শেষ হলে উন্নয়ন কর্মকান্ড মুখ থুবরে পরে। পানি সম্পদের উপর সকল গবেষণা প্রতিষ্ঠানই রাজধানী বা বিভাগীয় শহর কেন্দ্রীক হওয়ায় মাঠ পর্যায়ে এ সকল গবেষণা প্রতিষ্ঠান পল্লী উন্নয়নে আশানুরূপ অবদান রাখতে সক্ষম হচ্ছে না। এসকল বিষয়াদি বিবেচনায় নিয়ে আরডিএ, বগুড়া রাজধানীর বাহিরে পানি সম্পদ উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখতে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র প্রশাসনিক নিয়ন্ত্রণে সেন্টার ফর ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিআইডব্লিউএম) প্রতিষ্ঠার প্রস্তাব করে। যার মাধ্যমে আরডিএ'র সেচ ও পানি সম্পদের অর্জিত সাফল্যসমূহ মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারণ, জনপ্রয়িকরণ এবং ধারাবাহিকতা রক্ষা তথা প্রাতিষ্ঠানিক ও টেকসই করা সম্ভব হবে। এরই ধারাবহিকতায় পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র পরিচালনা পর্ষদ (বিওজি) উল্লিখিত বিষয়াদি বিবেচনায় নিয়ে আরডিএ’র ৩১তম বোর্ড সভায় একাডেমীর প্রশাসনিক নিয়ন্ত্রণে সেন্টার ফর ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিআইডব্লিউএম) প্রতিষ্ঠার অনুমোদন দেয়। বিস্তারিত.....
পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রশিক্ষণ, গবেষণা ধর্মী জাতীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তার মূল দায়িত্বের অংশ হিসেবে প্রায় তিন দশক ধরে পল্লীর নিপীড়িত, দরিদ্র ও অবহেলিত মানুষের আর্থ-সামাজিক ও জীবন জীবিকা উন্নয়নের লক্ষে দেশের কৃষি উন্নয়নে সেচ ও পানি ব্যবস্থাপনার উপর নিরন্তর গবেষণা করে বাংলাদেশে পানি সম্পদ উন্নয়নের উপর বিভিন্ন পরিবেশ বান্ধব মডেল উদ্ভাবন করেছে।
পল্লী উন্নয়ন একাডমেী, বগুড়া’র র্অজতি এ সাফল্যসমূহ মাঠ র্পযায়ে দ্রুত সম্প্রসারণ, জনপ্রয়িকরণ এবং ধারাবাহকিতা রক্ষা তথা প্রাতষ্ঠিানকি ও টকেসই করার লক্ষ্যে ২০০৩ সালে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র পরিচালনা পর্যদ (বিওজি) এর ৩১তম সভায় সেন্টার ফর ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিআইডব্লিউএম) অনুমোদন লাভ করে এর কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।
সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্রের মূল কার্যক্রম হচ্ছে গবেষণা, প্রায়োগিক গবেষণা পরিচালনা এবং সম্পদ বিষয়ে মডেল সম্প্রসারণ করা। পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া প্রায় চার দশক ধরে গ্রামীণ জনগোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে গবেষণা ও পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে বিভিন্ন মডেল উদ্ভাবনের নিমিত্ত প্রকল্পধর্মী প্রায়োগিক গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সিআইডব্লিউএম বর্তমানে এডিপিভুক্ত ২টি, প্রায়োগিক গবেষণা প্রকল্প (পল্লী জনপদ এবং পানি সাশ্রয়ী প্রকল্প) বাস্তবায়ন করে যাচ্ছে। এছাড়াও সিআইডব্লিউএম এ পর্যন্ত মোট ০৯টি প্রায়োগিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছে|