পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় Helen Keller International এর উদ্যেগে দুইদিন ব্যাপি Knowledge sharing workshop অনুষ্ঠিত হয়।04-05 ডিসেম্বর, 2016 মেয়াদে ওয়াকসপটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনন্দ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এমএ মতিন, মহাপরিচালক, আরডিএ, বগুড়া , ড. একএম জাকারিয়া, পরিচালক (প্রশিক্ষণ), পউএ বগুড়া এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মাহমুদ হোসেন খান, পরিচালক (গবেষণা ও মূল্যায়ন), পউএ, বগুড়া। কর্মশালটিতে হেলেন কেলার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর পরিচালক মিস মেরেডিথসহ সংস্থাটির উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালাটিতে হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের উদ্ভাবিত বিভিন্ন উদ্ভাবনীমূলক কর্মসূচী ও তার উপর দলীয় আলোচনা উপস্থাপিত হয়। কর্মশালাটিতে মোট ৩৫ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন। কর্মশালাটিতে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব শুভাগত বাগচি, সহকারী পরিচালক, পউএ বগুড়া।