পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া'র সহকারী পরিচালক জয়ন্ত কুমার রায়ের মৃত্যুতে আরডিএ পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর এই অকাল প্রয়াণে একাডেমী পরিবারের পক্ষ থেকে একাডেমীর অডিটোরিয়ামে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত স্মরণ সভায় পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া'র সম্মানিত মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. এ, কে, এম অলি উল্যা, অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. শেখ মেহ্দী মোহাম্মদ ও সাধারণ সম্পাদক ড. আবিদ হোসেন মৃধা, অনুষদ সভাপতি জনাব মিজানুর রহমান, পরিচালক (প্রশিক্ষণ) জনাব ফেরদৌস হোসেন খানসহ একাডেমী, একাডেমীর প্রকল্পসমূহ ও সেন্টারসমূহের সকল কর্মকর্তা / কর্মচারী উপস্থিত ছিলেন। উক্ত স্মরণ সভায় একাডেমীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁদের মূল্যবান স্মৃতিচারণ করেন। তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক গুণাবলির কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি, তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।