Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০২৪

আইইউবি এবং আরডিএ-এর যৌথ উদ্যোগে আয়োজিত লিভ ইন ফিল্ড এক্সপেরিয়েন্স (এলএফই) প্রোগ্রামের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2024-05-02

গত ০১মে ২০২৪খ্রি. তারিখে একাডেমীর আইটি সম্মেলন কক্ষে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার যৌথ উদ্যোগে ০১-১১মে ২০২৪ মেয়াদে অনুষ্ঠেয় লিভ ইন ফিল্ড এক্সপেরিয়েন্স (এলএফই) প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
এলএফই প্রোগ্রামটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের সর্বমোট ৮৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ খুরশীদ ইকবাল রেজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ ফেরদৌস হোসেন খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- এর সিনিয়র লেকচারার জনাব মোঃ সাকিব আহমেদ খান।
এলএফই প্রোগ্রামে শিক্ষার্থীরা গ্রামীণ পরিবেশে অবস্থান করে মানুষের বিভিন্ন সমস্যা অনুসন্ধান এবং এর সমাধানে করণীয় বিষয়ে গবেষণা পরিচালনা করে থাকেন। এর ফলে অর্জিত জ্ঞান বাস্তব প্রয়োগের সুযোগ সৃষ্টি হবে।