Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুন ২০২১

আরডিএ, বগুড়ার নতুন খননকৃত “কারুমৃগ” পুকুরে “সুবর্ণ জাতের রুই মাছ”-এর রেনু অবমুক্তকরণ


প্রকাশন তারিখ : 2021-06-29

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার ৪৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রদর্শনী খামারের নান্দনিক “কারুমৃগ” পুকুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল “সুবর্ণ জাতের রুই মাছ” এর রেনু অবমুক্তকরণের মাধ্যমে নবনির্মিত পুকুরটির উদ্বোধন করেন অত্র একাডেমীর মহাপরিচালক জনাব খলিল আহমদ (অতিরিক্ত সচিব)। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, উৎপাদিত রুই মাছের আঙুলি সাইজের পোনা একাডেমীর গবেষণা গ্রামে সরবরাহের মাধ্যমে দরিদ্র মাছচাষির দারিদ্র্যতা নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে। এ সময় একাডেমীর সকল পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।