Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০১৬

পারটেক্স এগ্রো লিঃ এর বিক্রয় প্রতিনিধিদের প্রশিক্ষক প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-09-11

 

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় গত ০২-১০ সেপ্টেম্বর, ২০১৬ মেয়াদে পারটেক্স এগ্রো লিঃ এর বিক্রয় প্রতিনিধিদের প্রশিক্ষক প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্দেশ্য ছিল বিক্রয় প্রতিনিধিদের বর্তমান বাজার ব্যবস্থা ও কৃষি উৎপাদন বর্তমান প্রযুক্তি সম্পর্কে অবহিত করা। কর্মশালার প্রথম দিনে বিক্রয় প্রতিনিধিদের বর্তমান বাজার চাহিদা ও তাদের বিক্রয়ের অর্জিত লক্ষ্যমাত্রা সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালার  ২য়, ৩য় এবং ৪র্থ দিনে হাইব্রীড ধান উৎপাদন প্রযুক্তি, বালাই দমন ব্যবস্থাপনা, পারটেক্স এগ্রো উৎপাদিত বিভিন্ন ফসলের জাত, সবজি উৎপাদন প্রযুক্তি, শস্য কর্তন পরবর্তী ব্যবস্থাপনা, ডাল উৎপাদন প্রযুক্তি,  দল ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ের উপর সেশন পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সংস্থাটির বিপণন কর্মকর্তা, উপ-মহাব্যবস্থাপক, অতিরিক্ত মহাব্যবস্থাপক এবং বিক্রয় প্রতিনিধি  সহ মোট ৪৩ জন অংশগ্রহনকারী অংশগ্রহণ করেন।