Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০২১

আরডিএ, বগুড়া কর্তৃক দরিদ্র কৃষক ও মৎস্য চাষীদের মাঝে গাছের চারা এবং মাছের পোনা বিতরণ


প্রকাশন তারিখ : 2020-06-22

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া কর্তৃক ২২ জুন ২০২০ তারিখে ক্ষুদ্র কৃষক ও মৎস্য চাষীদের মাঝে গাছের চারা এবং মাছের পোনা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া’র সম্মানিত মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরডিএ, বগুড়ার মেইন গেটে মুজিব শতবর্ষে আরডিএ, বগুড়া টেকসই পল্লী উন্নয়নের লক্ষে উৎপাদনমূখী কর্মকান্ডের অংশ হিসেবে কৃষক ও মৎস্য চাষীদের মাঝে গাছের চারা এবং মাছের পোনা বিতরণকালে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আরডিএ, বগুড়া’র পক্ষ হতে পল্লী এলাকার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য মৎস্য চাষ ও বৃক্ষরোপন করার বিষয়টি কর্মপরিকল্পনায় আনা হয়েছে। এ সময় তিনি করোনাজনিত উদ্ভুত পরিস্থিতিতে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতন থাকতে পরামর্শ প্রদান করেন।

 

গাছের চারা এবং মাছের পোনা বিতরণ অনুষ্ঠানটি সার্বিকভাবে সমন্বয় করেন জনাব আবদুল্লাহ আল মামুন, পরিচালক, কৃষি বিজ্ঞান বিভাগ। এসময় আরডিএ, বগুড়ার অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলেক্ষ্যে বছরব্যাপী আরডিএ, বগুড়া’র মৎস্য হ্যাচারীর মাধ্যমে এক লক্ষ মৎস্য পোনা উৎপাদন এবং ১০ হাজার ফলদ ও বনজ চারা উৎপাদন, পরিবহন ও গ্রামাঞ্চলে রোপণের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে ২২ জুন, ২০২০ তারিখে দরিদ্র কৃষক ও মৎস্য চাষীদের মাঝে গাছের চারা এবং মাছের পোনা বিতরণ করা হয়।