Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০২৪

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ১৬৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2022-02-05
৫ ফেব্রুয়ারি, ২০২২
পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া কর্তৃক পরিচালিত ৪ মাস মেয়াদী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ১৬৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর সম্মানিত মহাপরিচালক প্রফেসর ড. মো: নিজামুল করিম। উক্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার সম্মানিত মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব খলিল আহমদ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)এর উপ-পরিচালক জনাব মো: আব্দুল মান্নান চৌধুরী।
উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণ কোর্সে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার ৪০ জন প্রশিক্ষণার্থীর সকলেই সফলতার সাথে কোর্স সমাপ্তি করেন । সকাল ১০ ঘটিকায় অতিথিবৃন্দের আসন গ্রহণের পর পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক জনাব মো: ফেরদৌস হোসেন খান, এছাড়াও কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: খালিদ আওরংগজেব, ভারপ্রাপ্ত পরিচালক(প্রশাসন), সহযোগী কোর্স পরিচালক হিসেবে জনাব মো: তানবিরুল ইসলাম ,উপ-পরিচালক এবং কোর্স সমন্বয়ক হিসেবে জনাব ড.মোহাম্মদ আব্দুল কাদের, উপ-পরিচালক ও মো: আশরাফুল আলম, ,সহকারী পরিচালক সহ একাডেমীর অন্যান্য অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।