পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকা-এর যৌথ উদ্যোগে আয়োজিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকতাগণের ১৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটি আরম্ভ হয়েছে। আজ ১৩ ফেব্রুয়ারি, ২০২২ পল্লী উন্নয়ন একাডেমী,বগুড়ায় কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
একাডেমীর সম্মানীত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধনী ঘোষনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.তাহসিনা আক্তার, পরিচালক (প্রশিক্ষণ),জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম), ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ফেরদৌস হোসেন খান, পরিচালক (প্রশিক্ষণ), আরডিএ, বগুড়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক জনাব মাকসুদ আলম খান, ভারপ্রাপ্ত পরিচালক (প্রকল্প, পরিকল্পনা ও পরিবীক্ষণ বিভাগ) আরডিএ,বগুড়া।
চার মাস মেয়াদি এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটি ১৩ ফেব্রুয়ারি ২০২২ হতে ১২জুন ২০২২ খ্রিস্টাব্দ মেয়াদে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অনুষ্ঠিত হবে। ৪০ জন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকতাগণ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করবেন। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটিতে সহযোগি কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোঃ আবিদ হোসেন মৃধা, উপ পরিচালক ও কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব আন্দালিব মেহজাবিন, উপপরিচালক ও জনাব সুস্মিতা তাসনিম, সহকারী পরিচালক পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া।