Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ নভেম্বর ২০১৯

“সেল্ফ হেল্প গ্রুপ” মডেল এর আওতায় বিভিন্ন ট্রেডভিক্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2019-11-03

“সেল্ফ হেল্প গ্রুপ” মডেল এর আওতায় ০৩ নভেম্বর - ১৭ ডিসেম্বর, ২০১৯ মেয়াদে বিভিন্ন ট্রেডভিক্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ০৩/১১/২০১৯ইং তারিখে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র আইটি ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম। পরিচালক (প্রশিক্ষণ) ড. সমীর কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সামাদ, পরিচালক (প্রশাসন)। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ তৌফিক-উজ-জামান, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহঃ সভাপতি জনাব মোঃ এনামুল হক (দুলাল), আকবারিয়া এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাসান আলী আলা, সিপি বাংলাদেশ প্রতিনিধি জনাব মাহমুদুর রহমান, কোয়ালিটি ফিডস এর জসীম উদ্দিন বিপ্লব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সটির ফোকাল পারসন ড. মোঃ আব্দুল মজিদ, যুগ্ম পরিচালক, আরডিএ, বগুড়া। “সেল্ফ হেল্প গ্রুপ” মডেল এর আওতায় ট্রেডভিক্তিক প্রশিক্ষণ কোর্সটিতে ছয়টি ট্রেডে (১. হাউজ কিপিং;  ২. প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং;  ৩. ইলেকট্রিক্যাল;  ৪. ড্রাইভিং;  ৫. হেয়ার ড্রেসিং;  ৬. খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ) মোট ১০৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।