Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ নভেম্বর ২০২০

আরডিএ, বগুড়া’র মহাপরিচালক মহোদয় কর্তৃক "পল্লী জনপদ" প্রকল্পের অগ্রগতি পরিদর্শন


প্রকাশন তারিখ : 2020-10-21

মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ও তাঁর দেয়া "পল্লী জনপদ" নামের প্রকল্পটি বাংলাদেশের ৭টি বিভাগে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। কৃষি জমি সাশ্রয় ও আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত বসবাসের সুযোগ সৃস্টিই এ প্রকল্পের মুল উদ্দেশ্য। প্রতিটি প্রকল্পে ২৭২টি পরিবার সমবায় ভিত্তিতে এখানে বসবাস করতে পারবে। মাত্র ১৬০৩ টাকা বর্গফুট মূল্যে ফ্ল্যাট ক্রয়ের সুযোগ পাবেন। A,B,C এবং D মোট চার ধরনের ফ্ল্যাট আছে, যার যেমন প্রয়োজন ও সাধ্যের মধ্যে ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে জমিদাতা ও এলাকার বাসিন্দারা অগ্রাধিকার পাবে। মাত্র ৩০% অগ্রীম ডাউন পেমেন্টের মাধ্যমে বসবাস করতে পারবেন। বাকী ৭০% টাকা ৫% সরল সুদে ১৫ বছরে পরিশোধের সুযোগ থাকবে। এছাড়াও এখানে বসবাসকারীগন বিভিন্ন আয়বধর্নমুলক কর্মকাণ্ডের উপর প্রশিক্ষণ পাবেন এবং প্রশিক্ষণোত্তোর আরডিএ হতে ঋণ প্রদান করা হবে যার মাধ্যমে তাঁদের অতিরিক্ত আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

২১ অক্টোবর ২০২০ তারিখে রাজশাহী বিভাগের আওতায় বগুড়া জেলার শাজাহানপুর উপজেলাধীন জামালপুর গ্রামে নির্মাণাধীন পল্লী জনপদ ভবনটির কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র সম্মানীত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমদ। পরিদর্শনকালে পল্লী জনপদ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ দেলোয়ার হোসেন (যুগ্ম-পরিচালক, আরডিএ); জনাব মোঃ আব্দুস সামাদ, পরিচালক (প্রশাসন); যুগ্ম পরিচালক জনাব মোঃ খালিদ আওরংগজেব ও প্রটোকল অফিসার জনাব মোঃ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

2020-10-22-09-12-7d6bc296c23ec7d44b1ec59be434a0c6    2020-10-22-09-13-3ec754f5b9e772bec8f2f90e81baff56

2020-10-22-09-12-acf17e3b3ed16daf98b9249f30696d15    2020-10-22-09-12-7efcee04bc7109c241f66b938547f9db