প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কোর্স কারিকুল্যাম ও প্রশিক্ষণ পদ্ধতি আধুনিকায়ন, ই-লার্নিং প্লাটফর্ম চালুকরণ, প্রশিক্ষণ পদক/অ্যাওয়ার্ড প্রদান ইত্যাদি বিষয়ে মুখ্য সম্বয়ক (এসডিজি) মহোদয়ের সঞ্চালনায় সরকারি স্বায়ত্ব শাসিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া ও এটুআই এর মধ্যে একটি MoU স্বাক্ষর অনুষ্ঠিত হয়। MoU স্বাক্ষর অনুষ্ঠানটি ২৭ ফেব্রুয়ারী ২০১৯ তারিখ বেলা ১২টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব জনাব এন এম জিয়াউল আলম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরডিএ, বগুড়া’র পক্ষে MoU-তে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম এবং এটুআই এর পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক (এটুআই প্রোগ্রাম, আইসিটি ডিভিশন) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ (অতিরিক্ত সচিব)।