Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ নভেম্বর ২০১৯

আরডিএ, বগুড়া’য় উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সংক্রান্ত মৌলিক প্রশিক্ষনের ৩য় ও ৪র্থ ব্যাচের কোর্স অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-11-21
পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া’য় উপজলো পরচিালন ও উন্নয়ন প্রকল্প (ইউজডিপি)- এর আওতায় উপজলো পরষিদরে পরকিল্পনা ও সবো প্রদান সর্ম্পকতি মৌলকি প্রশক্ষিণ র্কোসরে ৩য় ও র্৪থ ব্যাচ ১৮-২১ নভেম্বর ২০১৯ মেয়াদে অনুষ্ঠিত হয়েছে। পল্লী  উন্নয়ন একাডেমীর আইটি ভবনে  ১৭ নভেম্বর ২০১৯ তারিখ সন্ধ্যা সাত’টায় প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধণী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আমিনুল ইসলাম। পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার পরিচালক, প্রশিক্ষণ ড. সমীর কুমার সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কোর্সটির ৩য় ও র্৪থ ব্যাচে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আব্দুস সামাদ, পরিচালক (প্রশাসন), আরডিএ, বগুড়া এবং কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব আবিদ হোসেন মৃধা, যুগ্ম-পরিচালক ও জনাব মোঃ আসাদুজ্জামান, উপ-পরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া। কোর্স দু’টিতে মোট ৯৬ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করবেন। । ব্যাচ দু’টিতে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা, চুয়াডাঙ্গা জেলার আশাশুনি উপজেলা, পাবনা জেলার আটঘড়িয়া উপজেলা, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার এবং নওগাঁ জেলার আত্রাই ও বদলগাছি উপজেলার মোট ৪৮ জন নির্বাচিত জনপ্রতিনিধি ও ৪৮ জন সরকারী কর্মকর্তা অংশগ্রহন করেন।