পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সকাল ৯:১৫ মিনিটে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন আরডিএ, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমদ। এসময় একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সকলকে সাথে নিয়ে মহাপরিচালক মহোদয় কেক কেটে দিবসটি স্মরণীয় করে রাখেন। এরপর মহাপরিচালক মহোদয়ের নের্তৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক শোভাযাত্রা বের করা হয়, শোভাযাত্রাটি একাডেমী ক্যাম্পাস প্রদক্ষিণ করে আরডিএ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
অডিটোরিয়ামে এক আলোচনা সভায় সকলে অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমদ। আলোচনায় একাডেমীর প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধী বিভিন্ন কর্মকান্ড, অর্জন, বিভিন্ন জনের অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয়।
বাদ যোহর একাডেমী জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর সকলের অংশগ্রহণে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি হয়।