Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুলাই ২০২৩

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র ৩৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-07-27
২৭ জুলাই, রোজ বৃহস্পতিবার পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র ৩৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করছে পল্লী একাডেমী, বগুড়া। একাডেমী’র সার্বিক কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতি বছরের ন্যায় এবারও বিগত অর্থবছরের সম্পাদিত প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা কার্যক্রমের পর্যালোচনাসহ আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য একটি কার্যকর কর্ম-পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ৩৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন,২০২৩ এর উদ্বোধন আরডিএ, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক কর্মপরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ হাবিবর রহমান, এমপি, মাননীয় সাংসদ, বগুড়া-৫ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোসাম্মৎ হামিদা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমী,বগুড়া’র সম্মানিত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ খুরশীদ ইকবাল রেজভী এবং সম্মেলনে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য বলেন দেশকে আরও একধাপ এগিয়ে নিতে হলে আমাদের প্রতিটি গ্রামকে উন্নত অর্থনীতি ও শহুরে সুযোগ-সুবিধা দিয়ে রূপান্তর করতে হবে; আরডিএ বগুড়া সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আরডিএ বগুড়া গ্রামীণ জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য সম্ভাব্য সব উপায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এবং ভবিষ্যতে চতুর্থ শিল্প বিপ্লবের (4IR) চ্যালেঞ্জ মোকাবেলা করার পাশাপাশি ভিশন ২০৪১, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এর সাথে সামঞ্জস্য রেখে কর্মপরিকল্পনা তৈরি করবে।
বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ হাবিবর রহমান, এমপি একাডেমীর প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর হাতে গড়া আরডিএ নিরলস কাজ করছে।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোসাম্মৎ হামিদা বেগম বলেন, আজকের এই ৩৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে অংশগ্রহণকারীদের মতামত এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে এই সম্মেলন ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য একটি বাস্তবসম্মত এবং ফলপ্রসূ কর্মপরিকল্পনা তৈরি করবে।
মূল প্রবন্ধ উপস্থাপনে একাডেমীর মহাপরিচালক বিগত সময়ে আরডিএ’র বিভিন্ন কার্যক্রম ও অর্জন সম্পর্কে অবহিত করেন এবং ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি), ভিশন ২০৪১, সরকারের অন্যান্য অগ্রাধিকার পরিকল্পনা এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর ফলপ্রসূ অর্জনে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
একাডেমীর ৩৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের কনভেনরের দায়িত্ব পালন করেন জনাব মোঃ ফেরদৌস হোসেন খান, পরিচালক (প্রশিক্ষণ) আরডিএ, বগুড়া। অনুষ্ঠানে আরডিএ বগুড়া’র বোর্ড অব গভর্নরস (বিওজি), বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দ গবেষক, বিশেষজ্ঞসহ একাডেমীর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগত বিশেষজ্ঞদের নিকট থেকে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা বিষয়ে বিভিন্ন রকম পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া’র উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শণী, গবেষনা প্রবন্ধের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।