Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০২১

আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া'য় নারী উদ্যোক্তা মেলা


প্রকাশন তারিখ : 2021-03-08

৮ মার্চ, ২০২১ পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া পল্লী প্রশাসন ও জেন্ডার বিভাগের আয়োজনে একাডেমী চত্ত্বরে নারী উদ্যোক্তা মেলা বসে। উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া'র মহিলা ক্লাবের সভানেত্রী জনাব রুবিনা আক্তার। মেলাটিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ২৫ জন উদ্যোক্তা অংশ নেন।  

মেলায় পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া'র অনুষদসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত এক হাজারের বেশি লোক সমাগম হয়।  
 
মেলাটি ছিল স্বতস্ফূর্ত ও প্রাণবন্ত। মেলার উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জনাব রুবিনা আক্তার বলেন, নারী দিবসে নারীদের স্বাবলম্বী হওয়ার অংগীকারবদ্ধ হওয়া উচিত। নারী হিসেবে নয় মানুষ হিসেবে নারীদের পরিচিতি পাওয়ার জন্য নারীদের পরিশ্রম করতে হবে।  
 
মেলার আয়োজক পল্লী প্রাশাসন ও ডেন্ডার বিভাগের পরিচালক জনাব মাকছুদ আলম খান বলেন খুব অল্প সময়ে এই মেলার আয়োজন করা হয়েছে ভবিষ্যতে গ্রামীণ নারী উদ্যোক্তাদের পরিচিতি বাড়াতে আরো বড় আকারে আয়োজন করা হবে।  
 
মেলায় রুরাল ওমেন ই-কমার্স স্কুল (রুই) এর পাঁচজন উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলাটি সকাল ৯ঃ০০ টায় শুরু হয়ে বিকাল ৫ঃ০০ পর্যন্ত চলে। মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সুভিনিয়র ও সনদপত্র প্রদান করা হয়।
2021-03-10-23-09-dce84978e873fb8ac3ac0f30a34f35c3    2021-03-10-23-16-fce216d6b9cb840f205737f1622ad60b
2021-03-10-23-16-0fa2407f9b54b8e692c57b6465e250d8    2021-03-10-23-17-4fa0d2459c4f3ffa4ad8685ae6422686
2021-03-10-23-24-c81c7df0f873d489e5a651f1df0e5878    2021-03-10-23-18-8839ba5e9bb95db246674ab16a625f25
2021-03-10-23-20-5346490bcbc4e69e700b06f1bc74155f    2021-03-10-23-20-caa7e5b0f9248e8c0b9b8021e7b8c20b
2021-03-10-23-22-e5dd0efaa862e17bf9a74239eb54b530    2021-03-10-23-23-fbf0f947bda0b3b0bc424b9c6e7a088f
2021-03-10-23-23-d18bc46a5225864c63a44a41ccb67f89    2021-03-10-23-24-49f49d77331806869d483bfd2f8c1530
2021-03-10-23-25-171dbc60d0445318c2bc59f9fbe9b377    2021-03-10-23-25-e13b3234ead18460937aa18991a039a9