পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া ও স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাগণের দুই মাস মেয়াদী (০৩ আগস্ট - ০১ অক্টোবর ২০২৩) ৭৮ ও ৭৯তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ ০৩ আগস্ট ২০২৩ তারিখে একাডেমীর আইটি ভবনে অনুষ্ঠিত হয়। একাডেমীর পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ ফেরদৌস হোসেন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া'র মহাপরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মো: খুরশীদ ইকবাল রেজভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ার সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ সুশান্ত কুমার সরকার এবং আরডিএ'র সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব শেখ শাহরিয়ার মোহাম্মদ, যুগ্মপরিচালক, আরডিএ, বগুড়া ও কোর্স পরিচালক ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এবং জনাব মোঃ মাযহারুল আনোয়ার, যুগ্মপরিচালক, আরডিএ, বগুড়া ও কোর্স পরিচালক ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স। এই সময় কোর্স ব্যবস্থাপনা টিমের অন্যান্য সদস্যবৃন্দসহ একাডেমীর অন্যান্য অনুষদবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটিতে ৮০ জন স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা অংশগ্রহণ করেন।