Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ নভেম্বর ২০২১

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র “পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন” বিষয়ক সেমিনার


প্রকাশন তারিখ : 2021-11-04

০৪ নভেম্বর ২০২১ তারিখে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র “পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন” বিষয়ক সেমিনার একাডেমীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এতে আরডিএ, বগুড়া’র মহাপরিচালক খলিল আহমদ, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে  প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর হাতে গড়া আরডিএ নিরলস কাজ করছে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরডিএ দারিদ্র্যশূন্য মডেল গ্রাম বিষয়ে প্রায়োগিক গবেষণা বাস্তবায়নের মাধ্যমে এসডিজি, ভিশন ২০২১, ভিশন ২০৪১ ও ডেল্টাপ্লানের বাস্তবরূপ দিতে বিশেষ ভূমিকা পালন করবে।

সেমিনার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন যুগ্ম-পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক। অনুষ্ঠানে একাডেমীর অনুষদ সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবর্গ, গবেষক, বিশেষজ্ঞসহ একাডেমীর সকল কর্মকর্তা ও কর্মচারীরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে প্রতিমন্ত্রী মহোদয় দারিদ্র্য মুক্ত মডেল গ্রাম ল্যাবরেটরী এর শুভ উদ্বোধন করেন। এছাড়াও বগুড়া জেলার কালশিমাটি গ্রামের দারিদ্র্য মানুষের মাঝে বিভিন্ন ধরনের সম্পদ হস্তান্তর করেন।

ছবিতে দেখুন