Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০১৭

Afro-Asian Rural Development Organization (AARDO) এর ৬৮তম কার্য নির্বাহী সভা ঢাকায় অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-01-19

  

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিচালিত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এর আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার আয়োজনে African-Asian Rural Development Organization (AARDO) এর ৬৮তম কার্য নির্বাহী  সভা ১৯-২১ জানুয়ারি ২০১৭ তারিখে ঢাকায় Westin হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জনাব খন্দকার মোশাররফ হোসেন, এমপি বলেন, ‘‘ AARDO আফ্রো-এশিয় অঞ্চলের পল্লী উন্নয়নের এমন একটি সংগঠন যা সদস্য দেশ সমূহের পল্লী এলাকার দরিদ্র মানুষের ক্ষুধা, তৃষণা, নিরক্ষরতা, স্বান্থ্য সমস্যাসহ দারিদ্র্য দূরীকরনে পারস্পরিক সহযোগিতা  নিশ্চিতকরণসহ একে অপরের সমস্যা চিহ্নিত করে সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহনে একনিষ্ঠভাবে কাজ করে চলেছে।’’

তিনি আরো বলেন, বর্তমান সরকার ৭ম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা বাসত্মবায়নের পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষযমাত্রা (এসডিজি) অর্জনে সচেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার জন্য একদিকে যেমন কৃষি উৎপাদনে আগ্রহী তেমনি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় সচেতন। বাংলাদেশ AARDO এর সদস্য দেশ হওয়ায় এদেশের দারিদ্র দূরীকরনে ও পল্লী উন্নয়নে বহুমুখী সহযোগিতা  পেতে পারে। AARDO আফ্রিকা ও এশিয়ার সদস্য দেশ গুলোর জন্য এমন এক পস্নাটফর্ম যেখানে কৃষি ও পল্লী উন্নয়ন সংত্রামত্ম অভিজ্ঞতা বিনিময় ও সম্প্রসারণের জন্য খুবই কার্যকরী। এই সভা AARDO অমত্মর্ভূক্ত দেশ সমূহের জলবায়ু পরিবর্তরেন প্রভাব মোকাবেলার মত পল্লী উন্নয়নের বর্তমান ও ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করতে পারে।

 

বিশেষ অতিথির  বক্তব্যে জনাব মো: মসিউর রহমান রাঙ্গাঁ এমপি, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের পল্লী উন্নয়নে যে প্রতিষ্ঠানসমূহ বিনির্মান করেছিলেন তার মধ্যে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া অন্যতম। জন্মলগ্ন থেকে  আরডিএ প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে সবুজ প্রযুক্তি উদ্ভাবন করে দেশের কৃষি ও পল্লী উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছে। আরডিএ’এর উদ্ভাবনী সবুজ প্রযুক্তি মডেলসমূহের মধ্যে রয়েছে .................................................

AARDO আফ্রো- এশিয় অঞ্চলের ৩১ টি দেশের একটি সংগঠন যা এর সদস্য দেশসমূহের দারিদ্রতা দূরীকরনে তথা পল্লী উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। এই সংগঠনটির কার্যনির্বাহী সভা বাংলাদেশে আয়োজন করতে পেরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় খুবই আনন্দিত। এই সভার ফলে বাংলাদেশের পল্লী 'উন্নয়নের বিভিন্ন সমস্যাবলী  চিহ্নিত করে তা সমাধানের পথ নিশ্চিত করা সম্ভব হবে বলে আমরা আশা করি।’’

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব প্রশান্ত কুমার রায় বলেন, ‘‘ বর্তমান সরকার ৭ম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা বাসত্মবায়নের পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষযমাত্রা (এসডিজি) অর্জনে সচেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার জন্য একদিকে যেমন কৃষি উৎপাদনে আগ্রহী তেমনি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় সচেতন। সরকার পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আমাদের দেশের কৃষকেরা একদিকে যেমন আধুনিক প্রযুক্তি ব্যবহার কম করে থাকে তেমনি প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয় ও ব্যবহারের আর্থিক সামর্থ্য তাদের কম। দারিদ্র্য বিমোচন, আতম-কর্মসংস্থান ও কৃষি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের কর্মসূচি ’’একটি বাড়ি একটি খামার’’ প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রতিটি গ্রামভিত্তিক সমবায় সমিতির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে ক্ষুদ্র সঞ্চয়ে উদ্ধুদ্ধ করা হচ্ছে। ’’

এছাড়াও সভায় অংশ গ্রহন করেন  AARDO এর কার্য নির্বাহী  কমিটির সভপতি মি.ওমাদুথ যাদু, পার্লামেন্ট সেক্রেটারি, প্রাইম মিনিস্টারস্  অফিস, গভার্মেন্ট অব দ্যা রিপাবলিক অব মরিসাস এবং AARDO এর সেক্রেটারি জেনারেল ইজ্ঞিনিয়ার ওয়াসফি হাসান এল- স্রেইহিন। এসময় পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র মহাপরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী  জনাব এমএ মতিন আরডিএ’এর বিভিন্ন উদ্ভাবনী মডেল ও সবুজ প্রযুক্তিসমূহ নিয়ে আলোচনা করেন।

AARDO এর ৬৮তম কার্য নির্বাহী সভায় আফ্রিকা ও এশিয়ার ১৪ টি দেশের মোট ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। উক্ত সভায় আফ্রিকা ও এশিয়ার দেশগুলোর আঞ্চলিক পর্যায়ে পল্লী উন্নয়নের বিভিন্ন দিক এবং বর্তমান ও ভবিষ্যতের দারিদ্র মোকাবেলার চ্যালেঞ্জ সমূহ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, আরডিসিডি এর আওতায় আরডিএ, বগুড়া এবং AARDO এর মাঝে ‘‘ পল্লী উন্নয়নের লক্ষে কৃষিতে আরডিএ’এর সবুজ প্রযুক্তি’’ শীর্ষক প্রশিক্ষণ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানের শেষ দিনে অতিথিরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি সম্মান জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করবেন। এরপর তারা  মাননীয় প্রধানমন্ত্রীর ম্বপ্ন প্রকল্প একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প গ্রামসহ মানিকগঞ্জে আরডিএ,বগুড়ার রুরাল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট ও কমিউনিটি বেইজ্ড বায়ো-গ্যাস প্রজেক্ট সাইট পরিদর্শন করবেন।