পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার সাবেক পরিচালক (অবসরপ্রাপ্ত) আলহাজ্জ মোঃ ফিরোজ হোসেন গত ১৩ অক্টোবর ২০১৭ সন্ধায় ঢাকায় এক সড়ক দূর্ঘনায় ইন্তেকাল করেছেন। ঢাকার বিজয় সরণী এলাকায় রাস্তা পার হতে গিয়ে মোটর সাইকেলের আঘাতে গুরুতর আহত হন, তাঁকে স্কয়ার হাসপাতালে নেয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রাত্রি প্রায় ১১:০০ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । পরদিন ঢাকা হতে মৃতদেহ আরডিএ ক্যাম্পাসে নিয়ে আসা হয় এবং সকাল ১০:০০ ঘটিকায় আরডিএ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ, পার্শ্ববর্তী একালার গণ্যমান্য ব্যক্তিগণ ও জনসাধারণ অংশগ্রহণ করেন। জানাজায় একাডেমীর মহাপরিচালক জনাব এমএ মতিন, পরিচালক প্রশিক্ষণ ড. একেএম জাকারিয়া, অনুষদ পরিষদের সভাপতি ড. মোহাম্মদ মুনসুর রহমান, অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম খান, ল্যাব. স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল, গাড়ীদহ ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ আরো কয়েকজন গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন। জানাজা শেষে লাশ তাঁর নিজ বাসা বগুড়া শহরস্থ কাটনারপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ যোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর নামাজগড়স্থ বগুড়া কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে ফিরোজ হোসেনের বয়স হয়েছিল প্রায় ৬১ বছর, তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা রেখে গেছেন। তিনি একজন বৃক্ষ প্রেমিক, দক্ষ গবেষক, দক্ষ প্রশিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। একাডেমী ও এর পাশ্ববর্তী এলাকায় নার্সারী তৈরীতে তাঁর ব্যাপক অবদান রয়েছে। তিনি সদ্য হজ্জব্রত পালন করে দেশে ফিরেছিলেন। একাডেমী পরিবারের একজন সদস্য হিসেবে তাঁর মৃত্যুতে সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষথেকে গভীর শোক জ্ঞাপন করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও মঙ্গল কামনা করে আরডিএ জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।