পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ও স্বাস্থ্য অধিদপ্তর,ঢাকা এর যৌথ উদ্যোগে আয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের দুই মাস মেয়াদি ৮০তম ও ৮১তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ ০৫ অক্টোবর,২০২৩ আরডিএ, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত সচিব মোসাম্মৎ হামিদা বেগম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল আলম, অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া এবং ড. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক, আরডিএ, বগুড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো:খুরশীদ ইকবাল রেজভী, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, সিভিল সার্জন, বগুড়া, জনাব মোঃ ফেরদৌস হোসেন খান, পরিচালক (প্রশিক্ষণ), আরডিএ, বগুড়াসহ একাডেমির অনুষদ সদস্যবৃন্দ এবং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স দুটির ৮০ জন নবীন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তা। ৮০তম ও ৮১তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণদ্বয়ের কোর্স পরিচালকের দায়িত্বে রয়েছেন যথাক্রমে একাডেমির পরিচালক ড. শেখ মেহ্দী মোহাম্মদ ও যুগ্মপরিচালক জনাব মোঃ দেলোয়ার হোসেন।