বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ৬৮তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ ২০ মার্চ ২০২২ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মোঃ রেজাউল আলম, অধ্যক্ষ,শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া, ডাঃ মোঃ জাফরুল হোসেন, উপপরিচালক (পারসোনেল), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এবং ডাঃ মোঃ শফিউল আজম, সিভিল সার্জন, বগুড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ফেরদৌস হোসেন খান, পরিচালক (প্রশিক্ষণ), আরডিএ, বগুড়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৬৮তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক ড. শেখ মেহদী মোহাম্মদ, পরিচালক (খামার প্রযুক্তি, সেচ ও পানিসম্পদ ব্যবস্থাপনা), আরডিএ, বগুড়া।
দুই মাস মেয়াদি এই বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটি ২০ মার্চ ২০২২ হতে ১৮ মে ২০২২ মেয়াদে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ায় অনুষ্ঠিত হবে। সর্বমোট ৪১ জন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাগণ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করবেন। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটিতে সহযোগী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব শেখ শাহরিয়ার মোহাম্মদ (উপ পরিচালক) এবং কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোঃ মনিরুল ইসলাম (সরকারী পরিচালক) ও জনাব মোঃ সিয়াম সালাউদ্দিন (সহকারী পরিচালক), পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া।