জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)-এ অনুষ্ঠানরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভূক্ত কর্মকর্তাদের ৫দিন মেয়াদী ১৫৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের পল্লী উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ শীর্ষক অফিস সংযুক্তি কার্যক্রম পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে । ১৩-১৭ অক্টোবর, ২০১৯ তারিখে প্রশিক্ষণটিতে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, পরিচালক, নায়েম ও আরডিএ, বগুড়া’র অতিরিক্ত মহাপরিচালক ড. এ বি এম শরিফ উদ্দিন । সংযুক্তি কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মোহাম্মদ মুনসুর রহমান, পরিচালক (গবেষণা ও মূল্যায়ন) এবং কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব মাকছুদ আলম খান, যুগ্ম পরিচালক, জনাব মোঃ মাযহারুল আনোয়ার, উপ-পরিচালক ও জনাব মারুফ আহমেদ, সহকারী পরিচালক, আরডিএ, বগুড়া।