“এসো, এসো, এসো হে বৈশাখ ।
তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥”
আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২ সালের প্রথম দিন। আরডিএ লেডিস ক্লাবের আয়োজনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।
নতুন এ বছরকে বরণে আরডিএ, বগুড়ার সবুজ চত্ত্বর হয়ে উঠেছিলো নান্দনিক সৌন্দর্যে অতুলনীয়। মনমাতানো গানের তালে তালে আনন্দ-উল্লাসে মেতে উঠেছিলো সবাই।
সকাল ৯টায় ডিজি বাংলো হতে শুরু হয়ে বৈশাখী চত্ত্বর পর্যন্ত বর্ণাঢ্য র্যালীতে কর্মকর্তা- কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। এরপর বৈশাখী চত্ত্বরে বাংলা নতুন বছরকে বরণে আলোচনা সভা ও এসো হে বৈশাখ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর পান্তা উৎসব অনুষ্ঠিত হয়।
বর্ষবরণের এ অনুষ্ঠানের প্রধান অতিথি আরডিএ, বগুড়ার সম্মানিত মহাপরিচালক ড.এ,কে,এম অলি উল্যা উক্ত অনুষ্ঠান আয়োজনের জন্য লেডিস ক্লাব ও ক্লাবের সভানেত্রী জনাব নাহিমা আক্তারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।