Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০২৪

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাগণের ৮৮তম ও ৮৯তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2024-07-14

১৪ জুলাই ২০২৪ খ্রি. তারিখে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাগণের অংশগ্রহণে দুই মাস মেয়াদী (১৪ জুলাই - ১১ সেপ্টেম্বর ২০২৪) ৮৮তম ও ৮৯তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব এবং পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া'র মহাপরিচালক জনাব মোঃ আবদুল মালেক। একাডেমী'র অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মোঃ রেজাউল আলম, অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোর্স দুইটির পরিচালক জনাব সারাওয়াত রশীদ, যুগ্মপরিচালক ও জনাব মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম পরিচালক, আরডিএ, বগুড়া। এই সময় কোর্স ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দসহ একাডেমী'র অন্যান্য অনুষদবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্স দুটিতে মোট ৮০ জন স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা অংশগ্রহণ করছেন।