গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নবনিযুক্ত সচিব জনাব মোঃ রেজাউল আহসান ০৯-১০, নভেম্বর ২০১৯ তারিখে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া পরিদর্শন করেন। ৯ নভেম্বর, শনিবার সন্ধ্যায় সচিব মহোদয় একাডেমীতে উপস্থিত হলে আরডিএ-এর মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব ও একাডেমীর অনুষদ সদস্যবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত ও অভিনন্দন জানান। এরপরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সফরকালীন সময়ে তিনি একাডেমীর অনুষদ সদস্যবৃন্দের সাথে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র কার্যক্রম ও একাডেমী কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রায়োগিক গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। এসময়, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র বর্তমানে পরিচালিত কার্যক্রম সম্পর্কে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। গত ০৬/১১/২০১৯ইং তারিখে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে যোগদানের পর পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় এটা তাঁর প্রথম সরকারী সফর। এই সফরে তিনি পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র প্রদর্শনী খামার, কৃষি আধুনিকীকরণ যন্ত্রপাতি, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ, বায়োগ্যাস ইউনিটসমুহ ও সমন্বিত পানি ব্যবস্থাপনা (আইডব্লিউএম) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া কর্তৃক বাস্তবায়নাধীন রাজশাহী ও রংপুর বিভাগের ২টি “পল্লী জনপদ” প্রকল্প, এবং “পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), রংপুর স্থাপন” প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।