Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ নভেম্বর ২০২৩

সিরডাপ কর্তৃক পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়াকে আজিজ-উল-হক পল্লী উন্নয়ন স্বর্ণপদক - ২০২৩ প্রদান


প্রকাশন তারিখ : 2023-11-26

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ১৫ টি সদস্য দেশের মধ্যে পল্লী উন্নয়নে অসামান্য অবদান রাখায় Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP) কর্তৃক Aziz-ul-Haq Rural Development Medal-2022 (Gold) পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়াকে প্রদান করা হয়েছে।

২৫ নভেম্বর ২০২৩ খ্রি: তারিখে সিরডাপ কার্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত 2nd Flagship Training Programme on Regional Integrated Rural Development, Governance, Trade and Sustainable Development in Asia and the Pacific শীর্ষক কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার সুযোগ্য মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মোঃ খুরশীদ ইকবাল রেজভী একাডেমীর পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম এবং সিরডাপের সম্মানিত মহাপরিচালক Dr. Cherdsak Virapat এর নিকট থেকে এই স্বর্ণ পদক গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিরডাপের প্রাক্তন মহাপরিচালক Dr. Somporn Hanpongpandh সহ বিভিন্ন দেশ ও সংস্থার অতিথিবৃন্দ।