পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া'য় বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাগণের দুই মাস মেয়াদী (৩১ জুলাই- ২৮ সেপ্টেম্বর) ৬৯ ও ৭০তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স আরম্ভ হয়েছে। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ০১ আগস্ট ২০২২ তারিখে একাডেমীর আইটি ভবনে অনুষ্ঠিত হয়। একাডেমির পরিচালক (প্রশিক্ষণ) মোঃ ফেরদৌস হোসেন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব এবং পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া'র মহাপরিচালক খলিল আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মুহাম্মদ মইনুল হক খান, সহকারী পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এবং ডাঃ মোহাম্মদ শফিউল আজম, সিভিল সার্জন, বগুড়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. আব্দুল মজিদ প্রামানিক, যুগ্ম পরিচালক, আরডিএ, বগুড়া ও কোর্স পরিচালক ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এবং জনাব মোঃ খালিদ আওরঙ্গজেব, পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব, আরডিএ, বগুড়া ও কোর্স পরিচালক ৬৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স। এই সময় কোর্স ব্যবস্থাপনা টিমের অন্যান্য সদস্যবৃন্দসহ একাডেমীর অন্যান্য অনুষদবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটিতে ৮০ জন স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা অংশগ্রহণ করেন।