বাংলাদেশে তুলা চাষের সম্ভাবনা শীর্ষক কর্মশালা ২৪-২৫ ডিসেম্বর, ২০১৬ মেয়াদে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের মাননীয় সাংসদ জনাব মো: আব্দুল মান্নান এমপি।সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. মো: ফরিদ উদ্দীন, নির্বাহী পরিচালক, তুলা উন্নয়ণ বোর্ড এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম এ মতিন, মহাপরিচালক (ভারপ্রাপ্ত), পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া। অনুষ্ঠানে তুলা উন্নয়ণ বোর্ড, ডিএই, আরডিএ, বিএমডিএ ও লাল তীর এর কর্মকর্তাবৃন্দসহ ১০০ জন তুলা চাষী অংশগ্রহন করেন। কর্মশালাটিতে কন্টাক পারসনের দায়িত্ব পালন করেন জনাব মো: দেলোয়ার হোসেন, উপ-পরিচালক ও জনাব শ্যামল চন্দ্র হাওলাদার, সহকারী পরিচালক, পল্লী পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া।