পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’য় ০১-০৩ অক্টোবর ২০১৯ মেয়াদে আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র অতিরিক্ত মহাপরিচালক ড. এ বি এম শরিফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সামাদ, পরিচালক (প্রশাসন) ও জনাব মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম পরিচালক, আরডিএ, বগুড়া। কোর্সটিতে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ড. সমীর কুমার সরকার, পরিচালক (প্রশিক্ষণ) এবং কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, প্রটোকল অফিসার, আরডিএ, বগুড়া। আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগী ৪০ জন সদস্য কোর্সটিতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।