Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২৩

সৌর শক্তি চালিত সেচের মাধ্যমে দ্বি-স্তর কৃষি প্রযুক্তি মডেল আধুনিকায়নের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2023-11-22

২২/১১/২০২৩ খ্রিস্টাব্দ  সৌর শক্তি চালিত সেচের মাধ্যমে দ্বি- স্তর কৃষি প্রযুক্তি মডেল আধুনিকায়নের  উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব   জনাব মোঃ  খুরশীদ ইকবাল  রেজভী।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  একাডেমীর  অতিরিক্ত মহাপরিচালক  ড.  আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ  ও অন্যান্য অনুষদ সদস্যবৃন্দ। একাডেমী কর্তৃক পরিচালিত আওটি বেইজড  সোলার পাওয়ারড  ইরিগেশন  সিস্টেম  গবেষণার আওতায়  এই  আধুনিকায়ন সম্পন্ন করা হয়েছে। এই গবেষণায় গবেষক হিসেবে কাজ করছেন  জনাব মোঃ ফেরদৌস হোসেন খান,  ড. মোঃ  আবিদ হোসেন মৃধা, ড. মোঃ আরিফ হোসেন জুয়েল  ও  জনাব ফখর উদ্দিন তালুকদার।