Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০২৪

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের দুই মাস মেয়াদি ৮৪তম ও ৮৫তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2024-02-07

পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ),বগুড়া ও স্বাস্থ্য অধিদপ্তর,ঢাকা এর যৌথ উদ্যোগে আয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের দুই মাস মেয়াদি ৮৪তম ও ৮৫তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ ০৭ ফেব্রুয়ারি, ২০২৩ আরডিএ, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরডিএ, বগুড়ার সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: ফেরদৌস হোসন খান,পরিচালক( প্রশিক্ষণ), পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, সিভিল সার্জন, বগুড়া। কোর্স দুটির সহযোগী কোর্স পরিচালকবৃন্দ ও কোর্স সমন্বয়ক বৃন্দসহ একাডেমির অনুষদ সদস্যবৃন্দ এবং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স দুটির ৮০ জন নবীন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাগ উপস্থিত ছিলেন। ৮৪তম ও ৮৫তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণদ্বয়ের কোর্স পরিচালকের দায়িত্বে রয়েছেন যথাক্রমে একাডেমির যুগ্মপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক ও ইঞ্জিনিয়ার ড.আবিদ হোসেন মৃধা।