Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ অক্টোবর ২০১৯

নায়েম, ঢাকা কর্তৃক পরিচালিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অফিস সংযুক্তি কার্যক্রম-এর উদ্বোধন অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-10-27

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)-এ অনুষ্ঠানরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভূক্ত কর্মকর্তাদের ৫দিন মেয়াদী ১৫৬তম  বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের পল্লী উন্নয়ন ও দারিদ্র  হ্রাসকরণ শীর্ষক অফিস সংযুক্তি কার্যক্রম পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে । ২৭-৩১ অক্টোবর, ২০১৯ তারিখে প্রশিক্ষণটিতে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) ও সাবেক মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। সংযুক্তি কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মোহাম্মদ মুনসুর রহমান, পরিচালক( গবেষণা ও মূল্যায়ণ) এবং কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব মোঃ মাযহারুল আনোয়ার, উপ-পরিচালক, জনাব শেখ শাহরিয়ার মোহাম্মদ, উপ-পরিচালক ও জনাব মারুফ আহমেদ, সহকারী পরিচালক, আরডিএ, বগুড়া।

e0ed6f64ab7b24a7545ea8aaca65910e    735bcf658f9bfcbe3946f8d1bce7c4e4

0f5f531343841c9a70fd7104c53eb88a