পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার অডিটোরিয়ামে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অস্থায়ী ভিত্তিতে কর্মরত কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরডিএ, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমদ। একাডেমীর ভারপ্রাপ্ত পরিচালক (গবেষণা ও মূল্যায়ন) ড. শেখ মেহদী মোহাম্মদ এর সভাপতিত্ব ও জনাব শ্যামল চন্দ্র হাওলাদার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল মামুন, পরিচালক (সামাজিক বিজ্ঞান), জনাব মাকছুদ আলম খান, ভারপ্রাপ্ত পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ), ড. মোঃ আব্দুল মজিদ, যুগ্ম-পরিচালক, ড. মোঃ শফিকুর রশিদ, যুগ্ম-পরিচালক, জনাব মোঃ মাযহারুল আনোয়ার, উপপরিচালকসহ একাডেমীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী। একাডেমীর প্রশিক্ষণ, ক্যাফেটেরিয়া, হোস্টেল, আন্তর্জাতিক অতিথিশালা ও প্রদর্শনী খামারসহ বিভিন্ন শাখায় প্রায় ১৬০ জন অস্থায়ী ভিত্তিতে কর্মরত আছেন। কিন্তু কোভিড-১৯ অতিমারী পরিস্থিতির কারনে একাডেমীতে প্রশিক্ষণসহ অন্যান্য কর্মকাণ্ড সীমিত হওয়ায় তাঁদের অনেকেই আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে একাডেমীর অনুষদ সদস্যদের এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য তাঁরা অত্যন্ত খুশী। ঈদ সামগ্রীর হিসাবে চাল, ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ, গরম মশলা ছাড়াও একাডেমীর পোল্ট্রি ইউনিটে উৎপাদিত দেশি মুরগী ও নগদ অর্থ প্রদান করা হয়। এখানে উল্লেখ্য, একাডেমীর মহাপরিচালকসহ অনুষদ সদস্যরা ব্যক্তিগত অনুদানের পাশাপাশি মহাপরিচালকের বিবিধ খাত থেকে ব্যয় নির্বাহ করা হয়।