Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ মে ২০১৯

আরডিএ ও এটুআর এর যৌথ উদ্বোগ আয়োজিত “নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক কর্মশালা”


প্রকাশন তারিখ : 2019-05-12

 

     

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) এর যৌথ উদ্যোগে ১২-১৬ মে ২০১৯ মেয়াদে নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক কর্মশালা আরডিএ বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ বগুড়ার মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় সচিব (ভারপ্রাপ্ত) জনাব নাসরিন আক্তার চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালাটিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে দপ্তর সমূহের ইনোভেশানে সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। উদ্ভাবন চর্চার জন্য সেবা চিহ্নিতকরন, চিহ্নিত সেবা প্রদান প্রক্রিয়াঃ আমার দৃষ্টিতে ও উপস্থাপন, সেবা গ্রহিতা পরিদর্শন প্রস্তুতিঃ উপস্থাপনা, এটুআই এবং  উদ্ভাবনঃ ইউআইএসসি, নেস, পোর্টাল ও মাল্টিমিডিয়া ক্লাশ রুম,চিহ্নিত সেবা পুনঃ পর্যালোচনা, নিশ্চিতকরণ ও উপস্থাপন, সেবা পদ্ধতি সহজিকরণঃ সেবার বিভিন্ন ধাপে নাগরিক ভোগান্তি/ সমস্যা চিহ্নিতকরণ, জন প্রশাসন/ নাগরিক সেবায় উদ্ভাবন, অংশীজন, রিসোর্স ম্যাপিং ও পাইলট কর্মপরিকল্পনা উপস্থাপন বিষয়ে উক্ত কর্মশালায় আলোচনা করা হবে। প্রশিক্ষণটিতে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মোহাম্মদ মুনসুর রহমান, পরিচালক (গবেষণা ও মূল্যায়ন বিভাগ) আরডিএ, বগুড়া এবং কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব শেখ সায়েম ফেরদৌস, উপ-পরিচালক, আরডিএ,বগুড়া।