Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০২৩

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত


প্রকাশন তারিখ : 2023-08-08
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী ০৮ আগস্ট ২০২৩ পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া'য় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। একাডেমীর বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খুরশীদ ইকবাল রিজভী এর নেতৃত্বে একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর পর্যায়ক্রমে একাডেমিতে চলমান ৭৮তম ও ৭৯ তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (বিসিএস স্বাস্থ্য ক্যাডার) কর্মকর্তাদের পক্ষ থেকে ও আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০:৩০ মিনিটে একাডেমির অডিটোরিয়াম ভবনে মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মো: মাযহারুল আনোয়ার, যুগ্মপরিচালক (পল্লী প্রশাসন ও জেন্ডার বিভাগ)।
বাদ জোহর একাডেমি জামে মসজিদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।