পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া'য় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাগণের দুই মাস মেয়াদী (১৫ এপ্রিল - ১৩ জুন ২০২৪) ৮৬তম ও ৮৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স আরম্ভ হয়েছে। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৫ এপ্রিল ২০২৪ তারিখে একাডেমী'র আইটি ভবনে অনুষ্ঠিত হয়। একাডেমী'র পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ ফেরদৌস হোসেন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব এবং পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া'র মহাপরিচালক জনাব মোঃ খুরশীদ ইকবাল রেজভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া'র অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ডা: মো: রেজাউল আলম, অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া ও ডাঃ মোহাম্মদ শফিউল আজম, সিভিল সার্জন, বগুড়া,। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. শেখ মেহদী মোহাম্মদ ,পরিচালক, আরডিএ, বগুড়া ও কোর্স পরিচালক ৮৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এবং জনাব মোঃ মিজানুর রহমান, পরিচালক(কৃষিবিজ্ঞান ), আরডিএ, বগুড়া ও কোর্স পরিচালক ৮৬তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স। এই সময় কোর্স ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দসহ একাডেমী'র অন্যান্য অনুষদবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্স দুটিতে মোট ৮০ জন স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা অংশগ্রহণ করেন।