পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকা এর যৌথ উদ্যোগে ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান একাডেমীর আইটি ভবনের সম্মেলন কক্ষে বিপিএটিসি, সাভার, ঢাকা ও অন্যান্য ৭টি প্রতিষ্ঠানের সাথে অনলাইন সংযোগের মাধ্যমে একযোগে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ফরহাদ হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়ও বিশেষ অতিথির আসন অলংকৃত করেন জনাব কে, এম আলী আজম, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব মোঃ জাফর ইকবাল এনডিসি, রেক্টর, বিপিএটিসি। উদ্বোধনী অনুষ্ঠানটিতে অত্র একাডেমীর সম্মানীত মহাপরিচালক মহোদয় জনাব খলিল আহমদ (অতিরিক্ত সচিব) ও অন্যান্য অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সটিতে বিসিএস (প্রশাসন), বিসিএস (পুলিশ), বিসিএস (আনসার), বিসিএস (অডিট এন্ড একাউন্টস), বিসিএস (খাদ্য), বিসিএস (গণপূর্ত), বিসিএস (পরিবার পরিকল্পনা), বিসিএস (ডাক) সহ মোট ৯টি ক্যাডারের ৫৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কোর্সটির কোর্স পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব আব্দুল্লাহ আল মামুন, পরিচালক (সামাজিক বিজ্ঞান) এবং কোর্স সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে জনাব শেখ সায়েম ফেরদৌস ও জনাব শুভাগত বাগচী, উপ-পরিচালক এবং ডাঃ সুলতানা ফাইজুন নাহার, সহকারী পরিচালক।