Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০২৫

আরডিএ, বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন


প্রকাশন তারিখ : 2025-03-10
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার পল্লী প্রশাসন ও জেন্ডার বিভাগের উদ্যোগে শোভাযাত্রা এবং "অধিকার, সমতা, ক্ষমতায়ন : নারী ও কন্যার উন্নয়ন" শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ, কে, এম অলি উল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন ও লেডিস ক্লাবের সভানেত্রী জনাব নাহিমা আক্তার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমীর যুগ্মপরিচালক জনাব সারাওয়াত রশীদ এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক (পল্লী প্রশাসন ও জেন্ডার) ড. শেখ মেহ্দী মোহাম্মদ। সেমিনার কনভেনর ও কো-কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে ড. সালমা মোবােরক, উপপরিচালক ও জনাব সুস্মিতা তাসনীম, সহকারী পরিচালক। উক্ত সেমিনারে একাডেমীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।