Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০১৮

AARDO ও আরডিএ’র যৌথ উদ্যোগে "Green Innovation in Agriculture and Rural Development" শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স শুরু


প্রকাশন তারিখ : 2018-04-02

African Asian Rural Development Organization (AARDO) ও পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া-এর যৌথ উদ্যোগে 01-12 এপ্রিল 2018 মেয়াদী "Green Innovation in Agriculture and Rural Development" শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ’র মহাপরিচালক জনাব এম এ মতিন। প্রশিক্ষণ কোর্সটিতে এশিয়া ও আফ্রিকা মহাদেশের ১৩টি দেশের উচ্চ পর্যায়ের ২২ জন বিদেশী কর্মকর্তা ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে নির্বাচিত 7 জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। সেক্রেটারি জেনারেল H.E. Engr. Wassfi Hassan El-Sreihin কোর্সটির তত্ত্বাবধান করছেন। ১২দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্সটির কোর্স পরিচালক হিসেবে দায়িত্বে আছেন একাডেমীর যুগ্ম-পরিচালক জনাব ফেরদৌস হোসেন খান এবং কোর্সটির কোর্স সমন্বয়ক হিসেবে ৩জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, তারা হলেন- সর্বজনাব মোঃ দেলোয়ার হোসেন, উপ-পরিচালক; ড. মোঃ আব্দুল মজিদ, উপ-পরিচালক ও ডাঃ মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সহকারী পরিচালক।

 

 

 

 

 

 

 

 

 

For More.....