Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ মে ২০২৩

পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট কোর্সের ১ম থেকে ৬ষ্ঠ ব্যাচের উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে মূল সনদপত্র বিতরণ এবং ৭ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনু্ষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-05-25

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের যৌথ উদ্যোগে পরিচালিত এক বছর মেয়াদি পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট কোর্সের ১ম থেকে ৬ষ্ঠ ব্যাচের উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে মূল সনদপত্র বিতরণ এবং ৭ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার জনাব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার এবং পরিচালক (গবেষণা) প্রফেসর ড. একেএম আমিনুল ইসলাম। উপাচার্য ১১৩ জন গ্রাজুয়েটদের উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং নতুন ১৯ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরডিএ, বগুড়ার পরিচালক (খামার প্রযুক্তি) ও ৭ম ব্যাচের কর্মসূচি পরিচালক ড. শেখ মেহ্দী মোহাম্মদ। এছাড়া বক্তব্য রাখেন জনাব মোঃ ফেরদৌস হোসেন খান, পরিচালক (প্রশিক্ষণ) এবং ড. মাকছুদ আলম খান, কর্মসূচি পরিচালক (৬ষ্ঠ ব্যাচ)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের সিংহভাগ উদ্যোক্তা অথবা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত যা তাকে আনন্দিত করেছে এবং তিনি বিশ্বাস করেন পিজিডিআরডি কোর্সের শিক্ষার্থীরা এ কোর্সের লব্ধ জ্ঞান জীবনে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে সরাসরি ভূমিকা রাখবে। মূল অনুষ্ঠানের পূর্বে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে একটি গ্রাজুয়েট র্যালির আয়োজন করা হয়।

2023-05-26-06-08-39920ee85d2e7ce4f0a26508337b1e45    2023-05-26-06-08-7ec465871af66a8171893d679bf7230c

2023-05-26-06-09-bf18cf8ea878b96c58a6e8eb28b10756    2023-05-26-06-09-890323672065293fcc715445e211092f

2023-05-26-06-09-08424aef64ea1f7a5fc848d9c489ee3f    2023-05-26-06-10-1ac4c226ea4a31fdbe5c67b22c190c31

2023-05-26-06-10-94ce4f1526189374ebb086d69aa6ede5    2023-05-26-06-10-a2a50151697f41186dc9c4f93c45dac5

2023-05-26-06-11-a66ca44fa3d699a1e411c5f576127b5c

2023-05-26-06-11-1b152405338cf08063b624925a933d00