০৮ অক্টোবর ২০২১, পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া'র গবেষণা কার্যক্রমে "নমুনায়ন (Sampling) ও নমুনায়ন পদ্ধতির ব্যবহার" শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার সম্মানিত মহাপরিচালক (অতিরিক্ত সচিব ) জনাব খলিল আহমদ । অতিথি বক্তা ও মূখ্য আলোচক হিসেবে ইপস্থিত ছিলেন জনাব নিলাচল রে, কী এক্সপার্ট, টুইনিং পার্টনার। আরডিএ বগুড়া’র সকল অনুষদ সদস্যসহ গবেষণা ও মূল্যায়ন বিভাগের রিসার্চ সুপারভাইজার, ইনভেস্টিগেটর ও টেবুলেটরগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। গবেষণা কার্যক্রমে নমুনায়নের বিভিন্ন প্রকারভেদ, প্রয়োগ এবং বিভিন্ন টেকনিক বিশদভাবে আলোচনা করা হয়। কর্মশালাটিতে যারা বিশেষ কারণে বগুড়া জেলার বাইরে/দেশের বাহিরে রয়েছেন তারাই জুমের মাধ্যমে অংশগ্রহন করেন। কর্মশালা পরিচালক ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব মোঃ মিজানুর রহমান, পরিচালক (ভারপ্রাপ্ত), গবেষণা ও মূল্যায়ন এবং জনাব মৌপিয়া আবেদিন, সহকারি পরিচালক।