জন প্রশাসন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং আরডিএ,র যৌথ উদ্যোগে ২৫ সেপ্টেম্বর- হতে ২৩ মার্চ, ২০১৭ ছয় মাস মেয়াদী R-63 তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স আরডিএতে শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সেটির উদ্বোধনী অনুষ্ঠান গত ২৫ সেপ্টেম্বর পল্লী উন্নয়ন একাডেমীর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এম এ মতিন, মহাপরিচালক, পউএ, বগুড়া। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, উপ-উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরদার আবুল কালাম, অতিরিক্ত সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রণালয়। এই প্রশিক্ষণ কোর্সে বিসিএস (পুলিশ), বিসিএস (কৃষি), বিসিএস (মৎস্য), বিসিএস (প্রশাসন) ও বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের সর্বমোট ৪৫ জন ক্যাডার কর্মকর্তা অংগ্রহণ করছেন। কোর্সটিতে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ) জনাব মোঃ নজরুল ইসলাম খান এবং কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন উপ-পরিচালক জনাব আবিদ হোসেন মৃধা ও জনাব শেখ শাহ্রিয়ার মোহাম্মাদ, সহকারী পরিচালক জনাব শুভাগত বাগচী ও শ্যামল চন্দ্র হাওলাদার।
R-63 প্রদর্শনী খামার পরিদর্শন
খেলাধুলা
শারিরীক ব্যায়াম- R-63 ব্যাচ
R-63 ব্যাচ, পিএটিসি থেকে আগত P-62 ব্যাচের RDA সংযুক্তি কার্যক্রমের আওতায় RDA তে আগত আন্তার্জাতিক প্রতিনিধির সৌজন্যে আয়োজিত যৌথ সাংস্কৃতিক সন্ধায়।
ম্যাচ নাইট (প্রথম)
R 63 FTC ব্যাচের In Country Field Trip এর অংশ হিসেবে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় সফর সুসম্পন্ন হয়েছে। গোবিন্দের ভিটা, শাহ্ সুলতান বলখী (রহ:) এর মাজার এবং বেহুলা-লক্ষীন্দরের বাসর ঘরের পরিদর্শন সত্যিই শিক্ষণীয় ছিলো। সবকিছু মিলিয়ে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির বাস্তবধর্মী শিক্ষার ক্ষুদ্র একটি অংশ হলেও R 63 ব্যাচ তা লাভ করেছে।
R-63rd batch celebrating 2nd Cultural Evening & Mess night, Our honorable Course Management officialese appreciate us much......(Dated:25.10.2016)
Mr. A.L. M Abdur Rahaman ndc, Rdctor, BPATC, Savar, Dhaka visited RDA Bogra Last 28.10.2016.
Blood donation programm has activated by the honorable MP and DG sir at RDA, All committee and members has taken necessary steps for that occasion....
R-63rd batch enjoyed a great tour on Utarra gonobhavan at Natore and Sarda police academy Rajshahi, It was really a interesting and amazing tour for the first time on FTC course at RDA Bogra....
ডাক্তার ব্যাচের (S 56) সাথে R-63rd ব্যাচের মধ্যকার আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শুরুর প্রাক্কালে R-63rd দলের গ্রুপ ছবি। ছবিটি কিংবদন্তীর মত লাগছে। গ্যালারীতে দর্শক সমাগম।
পরিদর্শন
কুড়িগ্রাম জেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) অফিস, আনসার কমান্ড্যান্টের অফিস এবং জেলা নির্বাচন অফিস পরিদর্শন ও পাবলিক সার্ভিস ডেলিভেরি পর্যবেক্ষণ আজকের মত সমাপ্ত
Field trip at District livestock Office & Dist register office Rangpur.......