Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০২৩

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় উদযাপিত হলো ‘শেখ রাসেল দিবস ২০২৩’


প্রকাশন তারিখ : 2023-10-18
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিনে আজ ১৮ অক্টোবর, ২০২৩ একাডেমীর প্রশাসন ভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ বগুড়ার অতিরিক্ত মহাপরিচালক ড.আব্দুল্লাহ আল মামুন। আরডিএ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.মো: শফিকুর রশিদ সহ আরডিএর অন্যান্য অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র-ছাত্রীদের মাঝে শেখ রাসেল দিবসটির তাৎপর্য তুলে ধরার প্রয়াসে একাডেমীর অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা শেষে এ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে শহীদ সকল সদস্যের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা হয়।
বাদ যোহর আরডিএ জামে মসজিদে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে শহীদ সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে ও দেশ-জাতির মঙ্গল কামনা করে দোয়ার আয়োজন করা হয়।