পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়াতে ৫-৯ নভেম্বর ২০২৩ 'কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস করণ' প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় 'আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি হস্তান্তর' শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সম্মানিত মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রদ্ধেয় অতিরিক্ত সচিব জনাব মোঃ খুরশীদ ইকবাল রেজভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক জনাব মোঃ ফেরদৌস হোসেন খান। এছাড়াও কোর্স পরিচালক ও পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার যুগ্ম পরিচালক জনাব মোঃ খালিদ আওরঙ্গজেব এবং কোর্স সমন্বয়ক জনাব অভিষেক কান্তি বর্মন। প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ও জামালপুর জেলার আটটি উপজেলার চল্লিশ জন সদস্য।